বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মনে রাখা উচিত এটা ২০২২ এর ১০ ডিসেম্বর নয়, এবার তেমন কিছু করতে গেলে জনগণ তাদের ঘিরে ধরবে। ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে সরকার পতনের মহাযাত্রা শুরু হবে। বিজয় অর্জন না করা পর্যন্ত জনগণ মহাযাত্রা চালিয়ে যাবে, ইনশাআল্লাহ।’
আজ শনিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ‘দেশ, জাতি ও গণতন্ত্রের চরম ক্রান্তিলগ্নে এক দফার আন্দোলন চূড়ান্ত ও যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। ২৮ অক্টোবর মহাসমাবেশে বাধা দিলে সারা দেশেই মহাসমাবেশ ছড়িয়ে পড়বে। আওয়ামী লীগ সংঘাত সৃষ্টি করতে এলে দায় দায়িত্ব তাদেরই বহন করতে হবে।’
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলমগীর আলম বিপ্লব, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আজিজ খান, প্রভাষক মাসুম বিল্লাহ, উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, বিএনপি নেতা শামসুল হক, রফিকুল ইসলাম, রমজান আলী, কৃষক দলের উপজেলা সভাপতি আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের হালুয়াঘাট উপজেলা আহ্বায়ক রুহুল আমিন খান, ছাত্র দলের উপজেলা আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, তাঁতী দলের উপজেলা আহ্বায়ক আকিকুল ইসলাম, মৎস্যজীবী দলের উপজেলা আহ্বায়ক মোশাররফ হোসেন, শ্রমিক দলের উপজেলা সাধারণ সম্পাদক মশিউজ্জামান প্রমুখ বক্তব্য দেন।
সদ্য কারামুক্ত নেতাকর্মীদের মধ্যে হারুন অর রশীদ, আবদুল হাই, ক্বারী আলমাস, মোক্তার হোসেন, হাবলু মিয়া, আক্তার হোসেন মেম্মার, ফারুক হোসেন, আবুল কালামকে সংবর্ধনা প্রদান করা হয়। অন্যরা অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় পরবর্তীতে সংবর্ধনা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ