ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের নেতৃত্বে শনিবার সদর উপজেলার কৈজুরী, আলিয়াবাদ, গেরদা, ডিক্রিরচর, ঈশান গোপালপুর, চাঁদপুর, কানাইপুর, নর্থ চ্যানেল, অম্বিকাপুর, চরমাধবদিয়া, কৃষ্ণনগর ও অম্বিকাপুর ইউনিয়নের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করা হয়।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় প্রত্যোকটি পূজামণ্ডপে অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুল হক, যুগ্ম সম্পাদক ও পৌরমেয়র অমিতাভ বোস, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, উপ-প্রচার সম্পাদক আলী আজগর মানিক, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছির, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহাসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম