বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জুনায়েত ইসলাম (১৮) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। শনিবার রাত সোয়া ৯টার দিকে শাজাহানপুর উপজেলার বেজোড়া এলাকায় এ খুনের ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আরও দুইজন আহত হয়েছেন।
নিহত জুনায়েত ইসলাম শাজাহানপুর উপজেলার সুজাবাদ পূর্বপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে। সে বগুড়া পলিটেকনিকাল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী।
আহতরা দুজন হলেন-শাজাহানপুর উপজেলার নন্দগ্রামের মো. গাফফারের ছেলে অটোরিকশা চালক জাকিরুল ইসলাম (৩০) ও সুজাবাদের আব্দুল হান্নানের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী মিল্লাত হাসান (১৪)। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, শনিবার রাতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় অটো থেকে দুই থেকে তিনজন গালিগালাজ করে। পরে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ফিরে এসে অটোতে থাকা যাত্রীদের ওপর হামলা করে। এতে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের হাসপাতালে নেওয়ার পথে জুনায়েত মারা যান। অপর দুজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্ক্ষাজনক।
বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক আনিছুর রহমান জানান, জুনায়েতের বুকে ছুরিকাঘাত করা হয়েছে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই