যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে।
রবিবার শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ভোলার চরফ্যাশনে পূজার উৎসব পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
জ্যাকব বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালি জাতীর ইতিহাস ঐতিহ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। আওয়ামী লীগ আমলে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে। আগামীর উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যাহত করতে বিএনপি-জামায়াত কর্মসূচির নামে আবারও যড়যন্ত্র শুরু করছে। শারদীয় উৎসব চলাকালে বিএনপি জামায়াত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল