দুর্গা পূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন ও পূজার খোঁজখবর নিয়েছে গোপালগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। গোপালগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রদীপ বিশ্বাস পল্টু ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে এ পূজা মন্ডপ পরিদর্শন করেন।
গতকাল রবিবার সারাদিন গোপালগঞ্জ জেলার সকল উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের ৫ শতাধিক দুর্গা মন্দির পরিদর্শন করেন এ নেতারা।
এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা খুলনা বটিয়াঘাটা কলেজের সাবেক অধ্যক্ষ জীবনানন্দ কির্ত্তীনিয়া, গোপালগঞ্জ মহিলা ঐক্য পরিষদের সভানেত্রী শিপ্রা বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আশিস কুমার বাকচী, হেমন্ত বিশ্বাস, অর্জুন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক লিটু বাকচী, বাদল মল্লিক, প্রচার সম্পাদক গৌতম দাস, সদস্য ডেবিট বৈদ্য, সুষেন মজুমদার, অশোক বিশ্বাস, লিটন বিশ্বাস প্রমুখ শারদীয় উৎসবে এ মন্ডপ পরিদর্শন করেন।
প্রতিটি মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন খোঁজখবর নেন এবং কোন বিশৃঙ্খলা ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখার পরামর্শ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ