বগুড়ায় জেলা জাপার সম্মেলন প্রস্তুত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
জেলা জাপার সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল আলীসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব আব্দুস সালাম বাবু, যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ তালুকদার, সাহিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ফরহাদ আলী খোকন, জাপানেতা মোহাম্মদ আলী, মামুনুর রশিদ, ডা. শাহীন আলম, রাজু আহম্মেদ, আব্দুল মান্নান মানু, সফির আহম্মেদ সফি, আব্দুল বারিক প্রমুখ।
সভায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু এরশাদের আত্মার মাগফেরাত কামনা ও বিরোধিদলীয় নেতা বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন