শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁও-২ আসনের বিভিন্ন মণ্ডপে গিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলার বিভিন্ন মন্ডুপে যান তিনি। এ সময় বিভিন্ন মন্ডুপে আর্থিক সহায়তাও করেন তিনি। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ