বরিশালে আলোচনা সভা করেছে জাতীয় পার্টি। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রিয় উপদেষ্টা ও বরিশাল মহানগর শাখার আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল।
মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম গফুরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী খান, আকতার রহমান ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
জাতীয় যুব সংহতি বরিশাল মহানগর কমিটির সদস্য সচিব রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলম খোকন, কামরুজ্জামান চৌধুরী কামাল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম হেমায়েত, মহানগর জাতীয় যুব সংহতির আহ্বায়ক গিয়াসউদ্দিন, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আবদুল মান্নান, মহানগর জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আবদুস সোবহান ও জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক বাহাদুর হোসেন।
সভার শেষ পর্যায়ে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন