শিরোনাম
২৩ অক্টোবর, ২০২৩ ১৮:০৯

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সোমবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (১২) বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন। দুপুরে নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে রেলওয়ে পুলিশ। ভোররাতে তালশহর ও আশুগঞ্জ রেললাইনে অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে ওই কিশোর নিহত হয়। এখনও কিশোরের নাম-পরিচয় জানা যায়নি। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানার মো. হাতেম আলী ভূইয়া জানান, ভোররাতে তালশহর-আশুগঞ্জ রেললাইনে মধ্যবর্তী এলাকায় ঢাকা অভিমুখী অজ্ঞাত ট্রেনে কাটে পড়ে এক অজ্ঞাত কিশোর নিহত হয়েছে। তার নাম ও পরিচয় শনাক্তকরণের জন্য পিবিআইকে বলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর