বগুড়ার সোনাতলা উপজেলায় সনাতন সম্প্রদায়ের লোকজনের সাথে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক। রবিবার রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন সম্প্রদায়ের নারী-পুরুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় তিনি বলেন, দুর্গাপূজা সনাতন সম্প্রদায়ের একটি সার্বজনীন উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এদেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নির্বিঘ্নে ও আনন্দে পূজা উদযাপনের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকির, আওয়ামী লীগ নেতা রেজাউল হক রেজা, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন দুলু, সরকারি নাজির আখতার কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম