২৪ অক্টোবর, ২০২৩ ১৭:২২

টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২


কক্সবাজারের টেকনাফে অবৈধ মাদকদ্রব্য ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবেলটসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত রোহিঙ্গারা হলেন টেকনাফ হ্নীলা  ইউনিয়নের জাদিমুরা ২৭নং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের এফসিএন ২৭৭১৬২ ব্লক-এ/৪ এর বাসিন্দা আবুল হাসেমের মেয়ে ও মোঃ রিয়াজের স্ত্রী রফিকা (২৫) এবং লেদা ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের এফসিএন-২৫৪১২৮ ব্লক-আই/২ এর বাসিন্দা কালা মিয়ার মেয়ে ও দীল মোহাম্মদের স্ত্রী নুরজাহান (৪০)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, মঙ্গলবার ভোরে তারই পরিচালানায় টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ মডেল থানার বিশেষ চৌকষ টিম থানা এলাকায় অভিযান চালিয়ে আটককৃত ধৃত আসামি রফিকা(২৫) এর বসতঘর থেকে ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর