২৯ অক্টোবর, ২০২৩ ২২:০৬

গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী অভিযান

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী অভিযান

গাজীপুর জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ পালন ও প্রচারাভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন। 

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, সিভিল সার্জন ডা. মো: খায়রুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদ হোসেন।

অনুষ্ঠানে মেয়র জায়েদা খাতুন বলেন, ডেঙ্গুমুক্ত থাকতে হলে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। ঘরবাড়ির আশেপাশে যাতে পানি জমে না থাকে তা দেখতে হবে। নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখার সর্বাত্মক চেষ্টা করা হবে বলে তিনি জানান। 

উল্লেখ্য, সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে গাজীপুর জেলার হটস্পট সমূহে এডিস মশার প্রজন্মস্থল সনাক্ত ও নির্মূলসহ ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখতে সচেতনতা বাড়ানো হবে। পরে মেয়র রাজদীঘির পাড়ে ফগার মেশিন চালিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর