বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন পৌর বিএনপির সদস্য মো. মাসুম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, বিএনপি নেতা বাবুল জজ ও জামায়াত কর্মী মো. আবুল বাশার। সোমবার দিবাগত রাত ২টার দিকে নাশকতা সৃষ্টির জন্য জড়ো হলে এদেরকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছে থানা পুলিশ।
এ বিষয়ে মঙ্গলবার বেলা ৩টার দিকে থানার ওসি মো. সাইদুর রহমান জানান, গ্রেফতার হওয়া ৪ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করে তাদেরকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ