মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে তাকে ঢাকার পল্টন থেকে গ্রেফতার করা হয়।
মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার জানান, মঙ্গলবার সকালের দিকে ঢাকার পল্টন থেকে সাদা পোশাকের ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।তিনি আরও জানান, পারভেজ বর্তমানে পল্টন থানায় রয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি ওয়ারেন্টভুক্ত আসামিও নন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয় অবগত নন বলে জানান।
বিডি-প্রতিদিন/বাজিত