'স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (০১ নভেম্বর) সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হুমায়রা বেগম।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক জসীম উদ্দীন আহাম্মদ খান, সহকারি পরিচালক মো. হারুন উর রশীদ, প্রশিক্ষক মলয় কর্মকার।
এ সময় যুব দিবসে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও ৫ জন প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবককে মোট ৩ লক্ষ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল