চাঁপাইনবাবগঞ্জে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ তলা ভবন নির্মাণসহ মসজিদ, মন্দির ও গোরস্থান সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ মহিলা সরকারি কলেজ ও টেকনিক্যাল স্কুল ও কলেজের বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ।
এসময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান, হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মো. রুহুল ইসলাম, অধ্যক্ষ আতিকুর রহমান, দেবীনগর ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, যুব মহিলালীগ নেত্রী জুঁই আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ১৪টি মসজিদ, ৯টি গোরস্থান এবং ৪টি মন্দির সংস্কার কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
বিডি প্রতিদিন/এএম