মেহেরপুরের মুজিবনগরে অটোচালক বিজন মোল্লা হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ ও মুজিবনগর থানা পুলিশ ঢাকা মিরপুর থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের সোহেল রানা (৩৮), শাকিল শেখ (২৪) ও ডালিম (২০)।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, গত বৃহস্পতিবার (২৬ অক্টোবার) বিকালে বিজন মোল্লার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেড়ানোর পর থেকে নিখোঁজ ছিল। পরের দিন নিহতর পরিবার মুজিবনগর থানায় জিডি করে। রবিবার (২৯ অক্টোবার) রাতে ১১টার দিকে মোনাখালী বিশ্বনাথপুর গ্রামের মাঝামাঝি ভৈরব নদের পাশে একটি বাঁশ বাগান থেকে বিজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার কথা স্বীকার করেছে।
বিডি প্রতিদিন/এএম