বিএনপির ডাকা তিন দিনের অবরোধের আজ দ্বিতীয় দিন হাট-বাজার সহ দোকান ব্যবসা বাণিজ্য সচল রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিচারকার্য যথা নিয়মে চলেছে। তবে ঢাকা-আরিচা মহাসড়কে দূর পাল্লার বাস চলাচল করতে দেখা যায়নি।
রিকশা, অটোরিকসা, পিকআপ মোটরসাইকেল চলাচল স্বাভাবিক। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কম। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল স্বাভাবিক। তবে গাড়ি স্বল্পতার কারণে ঘাটে ফেরিকে অপেক্ষা থাকতে হয় যানবাহনের জন্য।
বিডি প্রতিদিন/এএম