কুষ্টিয়ার কুমারখালীতে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন কুমারখালীর সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত। সঙ্গে ছিলেন জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান।
কুমারখালীর পরানপুরে বিসমিল্লাহ বেকারীতে ক্ষতিকর রাসায়নিক স্যাকারিন ব্যবহার ও পণ্যের মোড়কে মূল্য-মেয়াদ না থাকায় এর মালিক আব্দুস সালামকে ১৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। এছাড়াও পান্টির আশা ওয়েল মিলে কৃষি বিপণন লাইসেন্স না থাকা এবং পঁচা মরিচ ব্যবহারের জন্য মজুদ রাখায় এর মালিক ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে, অভিযানের খবর পেয়ে ওই এলাকার সারের ডিলার সোবহান সরে পড়েন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম