স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নোয়াখালীতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ভবন হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ক্রেস্ট ও যুব ঋণের তিন লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহামান। এ সময় জাতীয় ভাবে যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রথম যুব পুরস্কারপ্রাপ্ত জাকির হোসেন, নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম