র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুষ্টিয়ায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা, সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতীম শীল, যুব উন্নয়ন অধিদপ্তরের ডিপিসি ইকবাল মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তারা।
বক্তারা যুবকদের প্রশিক্ষণ নিয়ে জনশক্তিতে পরিনত হওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের প্রণোদনা ও ঋণের চেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম