গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বিএনপির নৈরাজ্য সৃষ্টি ও টানা অবরোধের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্টান্ড শুরু হয়ে সফিপুর বাজার গিয়ে শেষ হয়।
গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ সিকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, হাকিম মিয়া, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জয়, হাবিবুর রহমান সিকদার, হিরো মিয়া, মাসুদ পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ