চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে হাজীগঞ্জ থানা রোড এলাকায় বিয়া বাড়ি কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব ইমরান হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রাদেশিক বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম খুশু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব মির্জা গিয়াস উদ্দিন। সঞ্চালনায় ছিলেন হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন মিয়াজী ও সদস্য সচিব মোহাম্মদ হোসেন।
সম্মেলন শেষে প্রধান অতিথি উপজেলা সভাপতি মির্জা গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন এবং পৌর সভাপতি মোর্শেদ আলম ও সাধারণ সম্পাদক হিসেবে মির্জা খলিলুর রহমানের নাম ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত