‘পুলিশ-জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানে বগুড়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় বগুড়া জেলা পুলিশনের আয়োজনে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়।
কমিউনিটি পুলিশিং ডে' এর উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিআইডি বগুড়ার বিশেষ পুলিশ সুপার কাউছার সিকদার, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমান, বগুড়া ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট বেলাল হোসেন, বগুড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু।
কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সদস্য স্বপ্না চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার, আব্দুর রশিদ, মোতাহার হোসেন, সুমন রঞ্জন, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সদস্য নুরুল আলম টুটুল, আমিনুল ফরিদ, জিএম সাকলায়েন বিটুল, সাইরুল ইসলাম প্রমুখ। শেষে জেলায় কমিউনিটি পুলিশিংয়ে শ্রেষ্ঠ এসআই রহিম উদ্দিন ও শ্রেষ্ঠ সদস্য আবু জাফর রাসেলকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
বিডি প্রতিদিন/হিমেল