৪ নভেম্বর, ২০২৩ ১৮:২৪

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতীকী ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পৃথক দুর্ঘটনায় দুই আওয়ামী লীগ নেতাসহ আহত হয়েছেন আরো চারজন।

শনিবার বেলা একটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন ও বাটিকামারা এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে। 

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক আসিফ ইকবাল জানান- নিহত আব্দুস সামাদ (৬৫) বাইসাইকেল চালিয়ে আঞ্চলিক মহাসড়ক পার হয়ে ফায়ার সার্ভিসের সামনের চিড়ার মিলে যাচ্ছিলেন। সেসময় একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। এতে সামাদ, মোটরসাইকেল চালক লিপু ও আরোহী জসিম আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সামাদ। সামাদ (৬৫) কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত হোসেন আলীর ছেলে।

একই সময়ে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের বাটিকামারা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা আহত হন। তারা হলেন, চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক (৬০), বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর (৭০)। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর