ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রীর ওপর ক্ষুব্দ হয়ে শ্বশুরকে খুন করেছে মেয়ে জামাতা। শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক জামাতা পলাতক রয়েছে।
খুন হওয়া ব্যক্তি হলেন মো. হাফিজুর রহমান (৬৫)। তিনি চম্পকনগর ইউনিয়নের নুরপর গ্রামের মৃত মো. গুলু রহমানের ছেলে। অভিযুক্ত নিহতের মেয়ের জামাই একই উপজেলার পেটুয়াজুড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে শামীম মিয়া।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু আহমেদ জানান, হাফিজুর রহমানের মেয়ে নাহিদা আক্তারকে পারিবারিকভাবে পাশের গ্রামের অভিযুক্ত শামীম মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক ভাবে কলহ লেগেই ছিলো। নাহিদা আক্তার সংসার না করার সিদ্ধান্ত নিলে ক্ষিপ্ত হন শামীম। শনিবার ভোর রাতে তিনি শ্বশুরবাড়িতে এসে শ্বশুরকে সামনে পেয়েই ধারালো দেশি অস্ত্র দিয়ে হামলা চালিয়ে এলোপাতারি আঘাত করে পালিয়ে যায়। নিহতের বুকে, পেটে, পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম