ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। আজ বিকেল তিনটার দিকে গজারিয়া উপজেলার মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ। এদিকে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে
ব্যাটারি চালিত একটি ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক নিহত হয়। আহত হয় ভ্যানে থাকা আরও তিনজন আরোহী। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক কৌশলে পালিয়ে গেছে। এছাড়া নিহতের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম