কুড়িগ্রামে মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।
উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন এর যতীন্দ্র নারায়ণ গ্রামের গুয়াবাড়ী ঘাট ব্রীজের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতার করে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পশ্চিম ফুলমতি গ্রামের কুখ্যাত মাদক কারবারি শহিদুল (৩৫) ও আবু হোসেন (৪০)।এসময় তাদের সাথে থাকা ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম