বগুড়ায় জাতীয় সংবিধান দিবস উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করা হয়েছে। শনিবার বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতীয় সংবিধান দিবস বাঙালী জাতির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন। বাংলাদেশের সংবিধান দেশের মানুষের আশা-আকাংখার প্রতিফলনে একটি পূর্ণাঙ্গ শাসনতন্ত্র। সংবিধানকে সমুন্নত রেখে দেশ এগিয়ে যাবে উন্নয়ন ও সমৃদ্ধির পথে, প্রতিষ্ঠা পাবে সুশাসন।
আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল মারুফ, জেলা সমবায় কর্মকর্তা মাসুদ পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
বিডি প্রতিদিন/এএম