গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে কর্তব্যরত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকরিদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আশ্রাব আলী শেখ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. মাসুম হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সহ-সভাপতি রনি, আব্দুল হালিম হাওলার।
বিডি প্রতিদিন/এএ