ফেনী শহরে কোন রিকশা চালক যদি দুর্ঘটনার শিকার হন তাদের চিকিৎসার ব্যয়, কেউ মৃত্যুবরণ করলে তার কাফনের ও বাড়িতে মৃতদেহ পৌঁছানোর সব খরচের দায়িত্ব ফেনী পৌরসভা নিবে বলে জানিয়েছেন ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। ফেনী শহরের সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ভাড়া নিয়ন্ত্রণে রাখতে রিক্সাচালদের সাথে পৌরসভার জনসচেতনতামূলক সমাবেশে তিনি এসব কথা বলেন।
রবিবার সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রিকশা মালিক ও চালকদের সাথে আয়োজিত সচতেনতামূলক সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জাকির হাসান।
ফেনী পৌর রিক্সা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো.আবুল হাসেমের সভাপতিত্বে ও পৌর শ্রমিক লীগের সভাপতি শিমুল তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র ও ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
প্রধান অতিথি ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান রিকশার মালিকদের উদ্দেশ্যে বলেন, রিকশা কেনাবেচার সময় যাচাই বাছাই করবেন। আপনারা রিক্সা নিয়ে কেউ হাইওয়েতে উঠবেন না। সড়ক ট্রাফিক আইন মেনে রিকশা চালাবেন। কোন পেশা ছোট না। আপনাদের পেশা হচ্ছে মহৎ। আপনাদের কায়িক শ্রমের মাধ্যমে অর্জিত অর্থ দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখে।
সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক আবু তাহের, জমির বেগ, মোহাম্মদ শাহাদাত হোসেন, যতন মজুমদার, আরিফুল আমিন রিজভী, জসিম মাহমুদ, আতিয়ার হাওলাদার সজল, আর. এম আরিফুর রহমান।
বিডি প্রতিদিন/এএ