৬ নভেম্বর, ২০২৩ ১৪:৩৮

অবরোধের প্রতিবাদে নোয়াখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

নোয়াখালী প্রতিনিধি:

অবরোধের প্রতিবাদে নোয়াখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল ও অবরোধের নামে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ স্থানে এবং প্রত্যেকটি উপজেলায় অবস্থান কর্মসূচী চলছে। 
এদিকে জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা আওয়ামী লীগের কার্যালয়েরর সামনে এসে মিলিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ খান সোহেল, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন জেহান সহ দলীয় নেতৃবৃন্দ। এছাড়া মাইজদী বাজার এলাকায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু মিথুন ভট্ট, জেলা আওয়ামী লীগ নেতা বড় নাছের, সাবেক জেলা আওয়ামীলীগ সদস্য ভিপি সুমন, কমিশনার পলাশ, বাপ্পি  ও রয়েল সহ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা সকাল থেকে মাইজদী বাজার এলাকায় অবরোধ প্রতিরোধে অবস্থান কর্মসূচি পালন করে। ভিপি সুমন জানান, বিএনপি জামায়াত যতোকঠোর আন্দোলন দিবে আমরাও মাঠে থেকে কঠোর ভাবে দমন করতে প্রস্তুত। এছাড়া সোনাপুর এলাকায় আওয়ামী লীগ নেতা সিএনজি কামালের নেতৃত্বে বিএনপির অবরোধ প্রতিরোধে অবস্থান কর্মসূচি পালন করেছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর