বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় রাকিবুল হাওলাদার (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের কাটাখালী মোড় সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিবুল হাওলাদার বাগেরহাটের কচুয়া উপজেলার আলোকদিয়া গ্রামের শাহিন হাওলাদারের ছেলে।
ফকিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী রকিবুলকে ধাক্কা দিলে সে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি শনাক্ত ও জব্দ করার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম