গাজীপুরের নাওজোর এলাকায় এক তেল ব্যবসায়ী যুবক খুন হয়েছেন। তার নাম রহিম মিয়া (৩৫) তার বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি নগরীর নাওজোর এলাকার জনৈক আরিফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে বাসন থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন।
বাসন থানার পরিদর্শক তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, মহানগরীর নাওজোর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে খুচরা তেলের দোকান দিয়ে ব্যবসা করতেন রহিম মিয়া। রাত সাতটার দিকে লোকজন দোকানে গিয়ে দেখতে পায় রহিম মিয়া দোকানের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তার মুখে ও মাথায় খতের চিহৃ রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। কি কারণে কারা তাকে খুন করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম