৮ নভেম্বর, ২০২৩ ১৪:৫৯

ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লাকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যার পরে ভাঙ্গা পৌরসভা হাসপাতাল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইয়ুব মোল্লা ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার বাসিন্দা।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) প্রদ্যুত কুমার সরকার বলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তিনি একটি নাশকতা মামলার এজাহারনামীয় প্রধান আসামি।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন,  ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। আইয়ুব মোল্লা দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি ক্যান্সারের রোগী। তিনি বাড়িতেই থাকেন। একজন অসুস্থ লোককে নাশকতা মামলার আসামি করেছে পুলিশ। এ গ্রেফতারের নিন্দা জানাই।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর পুলিশের গাড়িতে বোমা মারার অভিযোগে ভাঙ্গা থানায় নাশকতার অভিযোগে মামলা করে পুলিশ। ওই মামলার প্রধান আসামি করা হয় আইয়ুব মোল্লাকে। পুলিশের দাবি, গত ২৯ অক্টোবর ভোরে ভাঙ্গা পৌরসভা মোড়ে তাদের গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর