ঠাকুরগাঁওয়ে সামাজিক নিরাপত্তা ও সরকারের উন্নয়ন বিষয়ক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বালাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার।
জনসভার আগে ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে চার কোটি এক লক্ষ ১৫ হাজার ৯৬৪ টাকা ব্যয়ে মোলানি হাট হতে রায়পুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত দুই কিলোমিটার ৮৩০ মিটার, এক কোটি ৫৯ লক্ষ ১৭ হাজার ৬৯২ টাকা ব্যয়ে মটরা হাট হতে তেতুলিয়া পর্যন্ত দেড় কিলোমিটার এবং এক কোটি ৬৩ লক্ষ ২৬ হাজার ৮১৮ টাকা ব্যয়ে সিন্দুরনা হতে তেতুলিয়া পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।