বিএনপি ও সমমনা দলের বিরুদ্ধে হরতাল-অবরোধ, অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্যের নানা অভিযোগ এনে চলমান অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুর জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকালে মিছিলটি বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগ নেতা রিয়াজ হোসেন আকাশ।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনকে ভয় পায়, সেজন্য বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে আন্দোলনের নামে ষড়যন্ত্র ও নাশকতা চালাচ্ছে। আন্দোলন করুক আপত্তি নেই, তবে জনগণের জানমালের ক্ষতি করলে, ছাত্রলীগ শক্ত হাতে তা প্রতিহত করবে বলে জানায় তারা।
বিডি প্রতিদিন/এএ