পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শেখ কামাল অডিটোরিয়ামে জাতীয় ইমাম সমিতি ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ভান্ডারিয়া উপজেলা সকল মসজিদের ইমামকে নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
জাতীয় ইমাম সমিতি ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি মো. জাকারিয়া আল কাসেমীর সভাপতিত্বে ইমাম সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. ফাইজুর রশিদ খসরু জমাদার, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক মন্টু হাওলাদার, মো. সিদ্দিকুর রহমান টুলু, মো. মশিউর রহমান মৃধা, মো. শামসুদ্দিন হাওলাদার।
বিডি প্রতিদিন/এমআই