দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসনের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক এমপি প্রার্থী আরিফুর রহমান দোলন।
শুক্রবার আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারে দিনব্যাপী আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। দোলন মানুষের দ্বারে দ্বারে গিয়ে তুলে ধরেন বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র। দেশের এ উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সবাইকে আহ্বান জানান তিনি।
গণসংযোগ ছাড়াও সড়ক দুর্ঘটনায় আহত বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ৪, ৫, ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসা. ফেরদৌসী খানমকে দেখতে যান দোলন।এসময় কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য শেখ শওকত আহমেদ, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসান হাবীব হাসান শিকদার, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম রানা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মকিবুল হোসেন মক্কা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মোল্যাসহ আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক