কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আলী হোসেন চৌধুরী (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ঢালুয়া ইউনিয়নের শিহর চৌধুরী বাড়ির নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
আজ সন্ধ্যা ৬টায় শিহর জমিরিয়া রহমানিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে চৌধুরী বাড়িস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান আলী হোসেন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। তিনি আলী হোসেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।বিডি প্রতিদিন/এমআই