বিএনপির মহাসমাবেশের দিন (২৮ অক্টোবর) ঢাকায় এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে গ্রেফতার করেছে র্যাব-৭। এ ছাড়া অন্যান্য মামলা ও বিভিন্ন অভিযোগে পৃথক পৃথক স্থান থেকে আরও ছয়জনকে গ্রেফতার করে র্যাব ও পুলিশ।
শনিবার রাতে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী এলাকা থেকে র্যাব জসিমকে গ্রেফতার করে। এসময় অন্য মামলার এজাহারনামীয় আসামি যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকারকেও গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে অবরোধের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী হাবিবুল্লাহ মানিককে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। তাকেও ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ।
এ ছাড়া শহরের সেন্ট্রাল হাইস্কুলের সামনে অবরোধের সমর্থনে মিছিল থেকে পুলিশ ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, কালিদহ ইউনিয়ন বিএনপির নেতা মহিউদ্দিন, ছাত্রদল নেতা আরমানকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই