নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মোটরসাইকেল সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোছা. সুফিয়া আক্তার (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই নারীর স্বামী আব্দুল মালেকসহ তিনজন। এদিকে মোটরসাইকেলের আরোহী নাছিমা আক্তার নামের এক নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও সিএনজির অপর যাত্রী মজিবুর রহমানকে কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার ভঙ্গানীয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী ওই উপজেলার উলুয়াটি গ্রামের বাসিন্ধা হলেও তারা গাজিপুরে কোণাবাড়িতে বসবাস করেন।
কেন্দুয়া থানার এস আই (পুলিশ পরিদর্শক) মো. তানভীর মেহেদি জানান, আব্দুল মালেক পরিবার পরিজন নিয়ে ঢাকার গাজিপুরের কোণাবাড়িতে থাকেন। সেখানে মুদি দোকানের ব্যবসা করেন। তাদের আত্মীয় আব্দুল অওয়াল সিএনজি চালক। তারা বাড়ি আসা যাওয়া করলে তিনিই গিয়ে নিয়ে আসেন।
রবিবার গাজীপুরের কোণাবাড়ি থেকে নিজ বাড়ি আসার সময় ভঙ্গানীয়া মোড়ে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়েছে। পরে আদমপুর হাসপাতালে নিলে আহত সুফিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এসময় তাদের বৃদ্ধ মা ছিলেন সিএনজিতে তিনি কোন বড় আঘাত পাননি। তবে মজিবুর রহমান নামের একজনকে কিশোরগঞ্জে পাঠানো হযেছে। এদিকে সিএনজি চালক তাদের আত্মীয় হন তিনিই তাদেরকে গাড়ী থেকে বের করেছেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম