চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ভোরে র্যাব-১২ সদস্যরা শহরের ধানবান্ধি নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ধানবান্ধি মহল্লার আলতাফ হোসেনের ছেলে ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
র্যাব-১২ স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের বানতিয়ার গ্রামের আফছার আলীর ছেলে সোলাইমান হোসেন ২০২০ সালের ২৪ ডিসেম্বর শাহজাদপুর উপজেলা আমলি আদালতে একটি চেক জালিয়াতি মামলা দায়ের করেন। এ মামলায় শাহজাদপুর আমলি আদালতের যুগ্ম জজ মামুনুর রশিদ ২০২২ সালের ৭ জুন তাকে এক বছরের কারাদণ্ড ও চেকে উল্লেখিত টাকা ফেরত প্রদানের রায় দেন। এরপর আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে র্যাব-১২ সদস্যরা ধানবান্ধি বাসা থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। সকাল ১১টার দিকে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, র্যাব থানায় সোপর্দ করার পর দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ