১২ নভেম্বর, ২০২৩ ১৮:০৫

সহিংসতার জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দিবে : জ্যাকব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

সহিংসতার জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দিবে : জ্যাকব

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দিবে। বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে মানুষকে জিম্মি করে গাড়িতে আগুন, বাড়িতে আগুন দিয়ে অগ্নিসন্ত্রাসের দল হিসেবে বহির্বিশ্বে স্বীকৃতি পেয়েছে। 

রবিবার ভোলার চরফ্যাশনে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে অধ্যক্ষ নজরুল ইসলাম বিএড কলেজে আওয়ামী লীগের বর্ধিতসভায় এসব কথা বলেন জ্যাকব।

জ্যাকব বলেন, তারা মানুষ হত্যা, পুলিশ হত্যা করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। বিএনপিকে আর ছাড় দেয়া হবে না, বরং সারাদেশে প্রতিহত করা হবে। দ্বাদশ জাতীয় নির্বাচনে বিএনপি-জামায়াত আবার সহিংস হলে আওয়ামী লীগ সমুচিত জবাব দিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। জনগণকে সাথে নিয়ে সহিংসতার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। 

এতে উপজেলা আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন সভাপতিত্ব করেন।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর