ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রি অফিসের চারতলা বিশিষ্ট চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভবন উদ্বোধন উপলক্ষে জেলা রেজিস্ট্রি অফিস চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দীন, অফিস সহকারী রবিউল কবিরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৫ কোটি ৭০ লাখ ৩১৬ টাকা ব্যয় ধরে ভবনের কাজ সম্পন্ন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই