প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ আর্থ-সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর মধ্যে বগুড়ার সারিয়াকান্দি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্তসহ ৩৯টি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন তিনি। মঙ্গলবার বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন।
বগুড়ার ৩৯টি প্রকল্পের মধ্যে-স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতাধীন জেলায় ২৮টি প্রকল্প, গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন জেলায় ৪টি প্রকল্প। এই ৪টি প্রকল্পের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ। আশ্রয়ণ প্রকল্প সারিয়াকান্দি উপজেলায় ৫ পর্যায়ে ১ম ধাপে জমিসহ ১০টি গৃহ প্রদান, বগুড়া সদর উপজেলায় জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করেন, ভূমিহীনদের জন্য ৬৯টি একক গৃহ নির্মাণ, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের আওতায় জেলায় ৪টি প্রতিষ্ঠানের ৪টি ভবন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় জেলার গাড়িদহ ওভারপাস প্রকল্প। এ ছাড়াও বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকল্পগুলো উদ্বোধনের সময় বগুড়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষ করতোয়া হলরুমে সরাসরি গণভবনের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক বিগ্রে. জেনা. মো. জুলফিকার আলম, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ, সিভিল সার্জন ডা. শফিউল আজম, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজর অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. গোলাম শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন, র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. মাহফুজ আফজাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বগুড়া সদর ও সারিয়াকান্দি উপজেলার ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করেন জেলা প্রশাসকসহ অতিথিরা। এরপর প্রকল্পগুলোর ফলক উন্মোচন করা হয়। শেষে প্রধানমন্ত্রীসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/এমআই