দিনাজপুরের ঘোড়াঘাটে দিনব্যাপী চক্ষু বিষয়ক বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১০০ জন রোগীকে ফ্রি চক্ষু সেবা প্রদানসহ ১৫ জন ছানী রোগীকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের প্রসপারিটি প্রকল্পের আওতায় ও মরিয়মপুর চক্ষু হাসপাতালের সার্বিক পরিচালনায় ওসমানপুর প্রসপারিটি প্রকল্প ইউনিট অফিসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধর করেন প্রসপারিটি প্রকল্প সমন্বকারী ফিরোজ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতাল সৈয়দপুর নীলফামারীর সিনিয়র মেডিকেল অফিসার ডা. মুরাদ ইবনে হাফিজ, প্রোগ্রাম কোর্ডিনেটর মো. আহাদুজ্জামান আহাদ, গ্রাম বিকাশের এলাকা ব্যবস্থাপক আব্দুল ওহাব, শাখা ব্যবস্থাপক বিপ্লব কুমার, কারিগরি কর্মকর্তা পুষ্টি মেহেদী হাসান, সহকারি কারিগরি কর্মকর্তা পুষ্টি মো. ফারুক হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ