বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। জেলার আদমদীঘি উপজেলায় নৈশকোচের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত ও একজন আহত হয়েছেন এবং জেলার শাজাহানপুরে বাড়ির পাশে খেলার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়।
নিহতরা হলেন- আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামের হোসেন আলীর ছেলে বগুড়া পলিটেকনিকেল কলেজ ছাত্র শাকিল হোসেন (২০) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নওগাঁ ডিগ্রি কলেজ ছাত্র সজিব হোসেন (২১)। তারা সম্পর্কে চাচাতো ভাই। আহত অপর যুবকের নাম ঠিকানা পাওয়া যায়নি।
সোমবার দিবাগত রাত ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির অদূরে সাহারপুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে শাকিল, সজিব ও অপর অজ্ঞাত ওই যুবক মিলে মোটরসাইকেলযোগে তাদের নিজ বাড়ি আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামে ফিরছিলেন। মোটরসাইকেলটি বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার সীমান্তবর্তী সাহারপুকুর বাজারের পাশে পৌঁছলে ঢাকাগামী একটি নৈশকোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে আরোহী তিন যুবক মারাত্মকভাবে আহত হন। আহতদের মধ্যে শাকিল হোসেন ও সজিব হোসেনকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপর অজ্ঞাত আহত যুবকে নওগাঁ হাসপাতালে নেয়া হয়।
বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, রাতেই আদমদীঘি হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয় এবং মঙ্গলবার সকালে নিহতের পরিবারের কাছে দুই কলেজ ছাত্রের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলার শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকার সৌদি প্রবাসী শফিকুল ইসলামের পুত্র ৩য় শ্রেণীর ছাত্র মুশফিকুর রহমান সুয়াইব (৮) বাড়ীর পাশে খেলার সময় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায়।
বিডি প্রতিদিন/এএম