প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, উন্নয়নের জন্য নির্বাচন, তাই বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে চায়। জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হবেন। প্রধানমন্ত্রী যে হারে জনগণকে সরকারি সুবিধা দিয়েছেন, যে হারে উন্নয়ন করেছেন, তাতে করে মানুষ শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করবেন।
বুধবার বিকেলে ছাগলনাইয়া পৌরসভার জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
নাসিম বলেন, এবার সংসদ নির্বাচনে তিনি সদস্য পদে প্রার্থী হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইবেন। দলীয় নেতাকর্মী ও ছাগলনাইয়াবাসীর দোয়া ও সমর্থন কামনা করে তিনি শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সামনে তুলে ধরেন।
তিনি বলেন, সরকারি সকল সুবিধা প্রধানমন্ত্রী চালু করেছেন। ছাগলনাইয়ায় সরকারি সুবিধা পায় ৪২ হাজার পরিবার। এভাবে প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে সরকারি সুবিধা পৌঁছে যাচ্ছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নৌকার পক্ষে একাট্টা হয়ে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, আওয়ামী লীগ চাচ্ছে উন্নয়ন আর বিএনপি চাচ্ছে ধ্বংস। বিএনপি পুলিশ হত্যা করে আবার অবরোধ হরতাল করে। বিএনপি দুনিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। বিএনপি এদেশের মানুষকে জিম্মি করে রাখছে। তাদের লক্ষ্য এদেশের মানুষকে উন্নয়ন থেকে দূরে সরে রাখা। বিএনপি-জামায়াত যদি আর কোনোরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের কঠিনভাবে মোকাবিলা করা হবে। এই দেশের উন্নয়ন করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা তারা মেনে নিতে পারছে না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, ডা. জাহান আরা আরজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র এম মোস্তফা প্রমুখ। সমাবেশে ছাগলনাইয়া উপজেলার হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই