জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এক কৃষকের দেড় হাজার টমেটো গাছ কেটে দিয়ে প্রতিশোধ নিলো প্রতিপক্ষ। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক অপুর্ব বিশ্বাস ৪ বিঘা জমির মাছের ঘের পাড়ে টমেটো চাষাবাদ করেন। প্রতিটি গাছে এখন টমেটো ঝুলছে। বিক্রিও শুরু হয়েছে। ফলধরা অবস্থায় গাছগুলো কেটে ফেলায় তার বিশাল ক্ষতি হয়েছে। দিশেহারা কৃষক ও তার পরিবারের সদস্যরা ক্ষেতে বসে বিলাপ বকছেন আর কাঁদছেন।
ক্ষেত মালিক অপূর্ব বিশ্বাস জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় আজ বুধবার সকালে স্ত্রীকে সাথে করে ঘেরপাড়ের টমেটো গাছে পানি দিতে যান। সেখানে গিয়ে দেখেন টমেটো গাছের গোড়া কাটা।
ক্ষতিগ্রস্থ কৃষক অপূর্ব বিশ্বাস ও তার স্ত্রী লিপিকা বিশ্বাস জানান, প্রতিবেশী সুখচানের সাথে ঘেরপাড়ের সীমানা নিয়ে ২০২১ সাল থেকে বিরোধ চলে আসছিল। এই টমেটো চাষের আয় দিয়ে আমাদের জীবন-জীবিকা। খাওয়া দাওয়া ছেলে মেয়ের লেখাপড়া সবই এই টমেটো চাষের উপর। এখন আমরা কিভাবে বাঁচব। কিভাবে বা ছেলে মেয়ের লেখাপড়া চালাব।
প্রতিবেশী মোহন লাল বিশ্বাস, শিমুল বিশ্বাস জানান, কৃষক অপূর্ব ঘেরে মাছ আর পাড়ে সবজি চাষ করে বাঁচে। কিন্তু রাতের আধারে কে বা কারা তার টমেটো গাছ কেটে ফেলেছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। যে কাজটা করা হয়েছে, সেটা মানুষ খুন করার থেকেও বেশি। আমরা চাই একে খুঁজে বের করে সাজা দেয়া হোক।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষক মাফরুজা আক্তার জানান, অপূর্বের দেড় গাজার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ওনার খুব ক্ষতি হয়েছে। আমরা ইতো মধ্যে প্রণোদনা হিসেবে পরবর্তী চাষাবাদের জন্য বীজ সার সরবরাহের ব্যবস্থা গ্রহণ করব।
বিডি প্রতিদিন/এএম